কর্নার কিক নিতে সেরা কৌশলগুলো কি হতে পারে—এ বিষয়ে সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে একটি ‘টুল’ বানিয়েছে বলে জানিয়েছেন গবেষকেরা। এ টুল অনুমোদন করেছেন লিভারপুলের ফুটবল বিশ্লেষকেরা।
লিভারপুলের কোনো খেলোয়াড় কিংবা অন্য কেউ এই টুলের পরামর্শ এখনো মাঠে ফলাননি। অর্থাৎ, কোনো মানুষ এখন পর্যন্ত এই টুল ব্যবহার করেননি। একজন বিশেষজ্ঞ দাবি করেছেন, এই টুলের কার্যকারিতা শুধু মাঠেই বোঝা যাবে।
কর্নার কিক কীভাবে নেওয়া হবে—ম্যাচের আগেই এ নিয়ে পরিকল্পনা করে রাখে ক্লাবগুলো। বড় ক্লাবগুলো আরও এক কাঠি সরেস। বেশ আগে থেকেই তারা ভিডিও ফুটেজ এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে কর্নার কিক নেওয়ার পরিকল্পনা তৈরিতে বিশেষজ্ঞ নিয়োগ করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস